যাদের আমরা সম্মান দিতে চাই যথাসময়ে যেন দেই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যাদের আমরা সম্মান দিতে চাই যথাসময়ে যেন দেই।মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য ব্যক্তির জন্য তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না।
তিনি বলেন, যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে নিয়ম করতে পারি যাদের মরণোত্তর দেওয়ার পালা তাদের পালা শেষ করে দিয়ে এরপর থেকে জীবিত অবস্থায় যারা আছেন তাদের আমরা পুরস্কার দেই, তাদের প্রতি সম্মানটা আমরা দেই।
- আরও পড়ুন
‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ স্লোগান তুলে মাসউদের ওপর হামলা
স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
মঙ্গলবার (২৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের কাছে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের জাতিকে এক মহান উচ্চতায় নিয়ে গেছে। পুরস্কার দিয়ে আমরা শুধু তাদের সম্মানিত করছি না, আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত, তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন, তাদের কথা আমরা জীবদ্দশায় স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হব।
এমআরএম/জেআইএম