স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা, ভিড় বাড়বে বৃহস্পতিবার থেকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৫ মার্চ ২০২৫

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উদযাপনে জটলা ও ঝামেলা এড়াতে অনেকে পরিবার পরিজনকে বাড়ি পাঠাচ্ছেন আগেভাগেই। তবে গাবতলীতে চিরচেনা ভিড় নেই।

গাবতলী টার্মিনালে মিলছে সব রুটের বাসের টিকিট। পবিত্র ঈদুল ফিতর ৩০ অথবা ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবে বৃহস্পতিবার (২৭ মার্চ), শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার থেকে ভিড় বাড়বে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) গাবতলী টার্মিনাল ঘুরে দেখা গেছে, অধিকাংশ কাউন্টার বন্ধও ছিল, যাত্রীও কম।

স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা, ভিড় বাড়বে বৃহস্পতিবার থেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্যামলী পরিবহনের সিনিয়র কাউন্টার ম্যানেজার প্রভাত বলেন, বর্তমানে কাউন্টারে ভিড় নেই। তবে গার্মেন্টস ও সরকারি ছুটির কারণে ২৭, ২৮ ও ২৯ মার্চ থেকে ছুটি বাড়বে।

গাবতলী থেকে জানা গেছে, ২০২৪ সালে সরকারের বেধে দেওয়া ভাড়া অনুযায়ী ভাড়া আদায় করা হচ্ছে।

গোপালগঞ্জ পিরোজপুরগামী কমফোর্ট পরিবহনের কাউন্টার মাস্টার সেন্টু মিয়া বলেন, এখন টিকিটের অভাব নেই। গাবতলী আসলেই টিকিট মিলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন:

সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবি ও তাদের পরিবার পরিজনরা ঢাকা ছাড়ছেন।

ঈদুল ফিতর, ঈদযাত্রা, বাস, ট্রেন, ভিড়গাবতলী বাস টার্মিনাল, স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা, ভিড় বাড়বে বৃহস্পতিবার থেকে

বিজ্ঞাপন

ঝিনাইদহগামী যাত্রী মোহাচ্ছন্ন শিপলু ইসলাম বলেন, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসে প্রশিক্ষণরত তিনি। অগ্রিম ছুটি পেয়ে ঢাকা ছাড়ছেন।

শিপলু বলেন, ঈদের আগে ঝামেলা থাকে। আগে ভাগে ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি। আল্লাহর রহমতে এখন কোনো ঝামেলা নেই।

দুই সন্তান নিয়ে গাবতলীতে বসে আছেন মেহের নিগার। গন্তব্য নওগাঁর বদলগাছী। স্বামী আরিফ সোহেল সমাজসেবা অধিদপ্তরে কর্মরত। সরকারি চাকরি করায় স্বামীর ছুটি মিলবে আরও পরে। তাই ঝামেলা এড়াতে পরিবারের সদস্যরা আগে ভাগে ঢাকা ছাড়ছেন।

বিজ্ঞাপন

এমওএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।