চলতি মাসে বৃষ্টির সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৫ মার্চ ২০২৫

গত দুইদিন থেকে দেশের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাপমাত্রা বাড়ার এই প্রবণতা ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৫ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই মাসে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী মাসের শুরুর দিকে বৃষ্টির সম্ভাবনা কম। এদিকে তাপমাত্রার উর্ধ্বগতি থাকবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।