দুই অতিরিক্ত ডিআইজি ও ১৭ পুলিশ সুপারকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৪ মার্চ ২০২৫

বাংলাদেশ পুলিশের দুজন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৭ জনসহ মোট ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির যুগ্ম কমিশনার মুহাম্মদ মাহাবুবুর রহমানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবের পরিচালক এবং রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল হক খানকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া ১৭ পুলিশ সুপার যাদের বদলি করা হয়েছে তারা হলেন

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।