পদ্মা সেতু রুটের ৬ ট্রেন ছাড়বে ঢাকার শহরতলি প্ল্যাটফর্ম থেকে

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে যাতায়াতের সুবিধার্থে পদ্মা সেতু হয়ে চলাচল করা ছয়টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পাশে থাকা শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছাড়া হবে।
সোমবার (২৪ মার্চ) যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।
কর্মপরিকল্পনায় বলা হয়, সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হবে।
আরও বলা হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।
- আরও পড়ুন
ঈদে ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রা: বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
ট্রেনে ঈদযাত্রা শুরু সোমবার
বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এছাড়া র্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হচ্ছে।
এছাড়া, ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না বলেও কর্মপরিকল্পনায় জানানো হয়।
এনএস/এমআরএম/জেআইএম