ঈদের মার্কেট করতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ছেলে, হাসপাতালে মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৩ মার্চ ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সাইড রোডে বালুভর্তি ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির বেপারী (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।

রোববার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাব্বির বেপারী উপজেলার চান্দ্রা ইউনিয়নের লোহারদিয়া গ্রামের শাহ আলম বেপারীর ছেলে। এ ঘটনায় তার মা মিলি বেগম (৫০) আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাব্বির বেপারী ঈদের কেনাকাটা করতে মোটরসাইকেল চালিয়ে তার মাকে নিয়ে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ডাম্প ট্রাক সলিলদিয়া এলাকায় তাদের চাপা দেয়। মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাব্বির বেপারী মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে উত্তেজিত জনতা ডাম্প ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিস এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।