দুই শতাধিক চীনা বিনিয়োগকারীর সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৩ মার্চ ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, রাষ্ট্রীয় সফর হলেও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন চীন সফরে সে দেশের দুই শতাধিক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলবেন। এরই মধ্যে বিনিয়োগকারীদের অনেকেই বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

এ সফরে চীনের অনেক বিনিয়োগকারীকেই বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে আগ্রহী করে তোলা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্তমানে চীন বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে। তারা কয়েকটি সুনির্দিষ্ট সেক্টরে (অ্যাডভান্স টেক্সটাইল, গার্মেন্টস, নবায়নযোগ্য জ্বালানি ও লাইট ইঞ্জিনিয়ারিং) বেশি বিনিয়োগে আগ্রহী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৬ মার্চ প্রধান উপদেষ্টা চীনের আমন্ত্রণে চার দিনের সফরে চীনে যাচ্ছেন।

এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।