ই-পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ফিরিয়ে আনতে ঢাকায় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৩ মার্চ ২০২৫

বাংলাদেশের ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ অংশ ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ করেছে ইন্তিফাদা ফাউন্ডেশন। রোববার (২৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সামনে এক সমাবেশে তারা এ দাবি জানান।

সমাবেশে মূল বক্তব্য পাঠ করেন ইন্তিফাদা ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ রিফাতুল ইসলাম। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন আমজনতার দলের সভাপতি মুহম্মদ তারেক রহমান, সিয়ান পাবলিকেশনের কর্ণধার আবু তাসমিয়া আহমদ রফিক, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদী, ইন্তিফাদা ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ রিফাতুল ইসলামসহ অনেকে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টেও একসময় লেখা থাকতো- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালে ই-পাসপোর্টে তা পরিবর্তিত করে ‘ভ্যালিড ফর অল কান্ট্রিজ’ লিখে পাসপোর্টে ইসরাইল ভ্রমণে লিখিত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালের এ সংবাদে দখলদার ইসরায়েল আনন্দ প্রকাশ করে এবং অবৈধ রাষ্ট্রটির বৈদেশিক মন্ত্রণালয়ের রুথ জাক এবং গিলাড কোহেনের মতো একাধিক কর্মকর্তা বিষয়টিকে স্বাগত জানায় এবং বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ হিসেবে ঘটনাটিকে উল্লেখ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা আরও বলেন, যে খুনি ইসরায়েলের হাতে লাখ লাখ ফিলিস্তিনি নিরপরাধ শিশুর রক্ত লেগে আছে, সেই খুনির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ন্যূনতম চেষ্টাও আমরা মেনে নেবো না। আওয়ামী লীগ সরকারকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে আমাদের দাবি হচ্ছে, আওয়ামী লীগ আমলে তৈরি করা সেই পাসপোর্টও ছুঁড়ে ফেলা হোক এবং পুনরায় পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ অংশ ফিরিয়ে আনা হোক।

বক্তারা বলেন, খুনি ও দখলদারের কোনো ভূমি অধিকার থাকতে পারে না। ইসরায়েল দখলদার, সে ফিলিস্তিন ভূমির কেউ নয়। তাই টু-স্টেট সল্যুশন নয়, বরং সম্পূর্ণ ভূমির মালিকানা ফিলিস্তিনিদের বুঝিয়ে দিতে হবে।

সমাবেশে ইন্তিফাদা ফাউন্ডেশনের শতাধিক সদস্যসহ অন্যান্য অতিথি দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআইএন/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।