সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিকের মতো জাতীয়করণ দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৩ মার্চ ২০২৫

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নে তিন দফা প্রস্তাবনা পেশ করেছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

রোববার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির সদস্য সচিব মাও: মো. আল আমিন এই প্রস্তাবনা পেশ করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, আমাদের দাবি সব ইবতেদায়ি মাদরাসা প্রাইমারির মতো একযোগে জাতীয়করণ করতে হবে। প্রাইমারি বিদ্যালয় ঠিক যেভাবে জাতীয়করণ হয়েছে আমরাও ঠিক একইভাবে প্রস্তাবনা দিয়েছি।

প্রস্তাবনাগুলো হলো

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১। ১৫১৯টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা (মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী) জাতীয়করণ করতে হবে।

২। রেজিস্ট্রেশন কোডভুক্ত ৫৪৭৮টি (বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের তালিকা অনুযায়ী)। জাতীয়করণ করতে হবে

৩। রেজিস্ট্রেশনভুক্ত কোডহীন (চলমান হালনাগাদ জরিপ অনুযায়ী) ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় তিনি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা-২০২৫ চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো কোডের অন্তর্ভুক্তকরণের দাবি জানান।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থাকরণ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাসুদুল হক বলেন, আমরা উপদেষ্টার নির্দেশে কাজ শুরু করেছি। ৭০০০ মাদরাসা এমপিও করার জন্য প্রস্তাব এরই মধ্যে দিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশে ইবতেদায়ি মাদরাসা সবচেয়ে বঞ্চিত। এখানকার শিক্ষকরা বিনা বেতনে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে ৮ হাজার দাখিল মাদরাসা আছে, সেগুলোতে সংকট চলছে। পেটে ভাত না থাকলে কীভাবে চাকরি করবে তারা।
ইবতেদায়ি মাদরাসার ভবন নাই, বেতন নাই, মানুষ বাচ্চাদের ভর্তিও করায় না। এটা মানবিক সংকট। আমরা আপনাদের দাবি অবশ্যই তুলে ধরব।

আরএএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।