বিজিবির অভিযানে ৭৫১ জন আটক


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২১ জুলাই ২০১৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ছয় মাসে (জানুয়ারি হতে জুন) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৫১ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪০২ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাই মাল এবং মাদক উদ্ধার করা হয়।

সোমবার বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিভিন্ন প্রকার মাদকসহ বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয় এসব অভিযানে।

বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪৮ টি পিস্তল, ৬ টি রিভলভার, ৪২ টি বন্দুক, ২৫ টি বিভিন্ন প্রকার বোমা, ২৪৫ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি ও তিন বোতল গান পাউডার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।