আদাবরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৪ এএম, ২৩ মার্চ ২০২৫
প্রতীকী ছবি

সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই রাজধানীর আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।

গ্রেফতার যুবকের নাম মাইনুদ্দিন (২৯)। শনিবার (২২ মার্চ) তাকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, আদাবরে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাইনুদ্দিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, আসামি মাইনুদ্দিন আমাদের একই এলাকার বাসিন্দা। গত ২১ মার্চ বিকেলে ৪টার দিকে আমার পাঁচ বছরের মেয়েকে ফুসলিয়ে মাইনুদ্দিন তার বাসায় নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে মেয়েটি কান্নাকাটি করলে আসামি মাইনুদ্দিন ছেড়ে দেয়। তখন মেয়েটি কান্না করতে করতে বাসায় ফিরে আসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে মাইনুদ্দিন আমাদের বাসার সামনে এলে মেয়েটি তাকে দেখে কান্নাকাটি শুরু করে। তখন আমি ও আমার স্ত্রীর কাছে মেয়েটি ঘটনা জানায়।

এরপর সেখানে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত মাইনুদ্দিন অসংলগ্ন কথা বলতে থাকেন। তখন তাকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।