বড় ও মধ্যম মানের গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সুপারিশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২২ মার্চ ২০২৫

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, বড় ও মধ্যম মানের গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। এর মাধ্যমে বাজারে শেয়ার ছাড়া এবং সাংবাদিক-কর্মচারীদের সেই শেয়ারের অংশীজন বানানোর সুযোগ তৈরির সুপারিশ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

কামাল আহমেদ বলেন, আমরা ক্রস ওনারশিপ বন্ধ করার প্রস্তাব করেছি। গণমাধ্যমের মালিকানা একক হাতে গেলে তা ব্যক্তি ও পারিবারিক স্বার্থে ব্যবহৃত হয়। নিজস্ব গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়। এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে তালিকাভুক্ত করা।

বিজ্ঞাপন

এমইউ/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।