আহত অজগরের চিকিৎসা শেষে বনে অবমুক্ত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২২ মার্চ ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। সাপটি আঘাত পেয়ে আহত হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফের বনে অবমুক্ত করেন বনরক্ষীরা। এতে সহযোগিতা করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ নামে একটি সংগঠন।

এর আগে শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার পূর্ব খইয়াছরা গ্রামের খোলা মাঠে শিশু-কিশোরের দল অজগরটিকে রশি দিয়ে বেঁধে রাখে। সেখান থেকে এটিকে উদ্ধার করা হয়। সাপটি লম্বায় প্রায় ১৬ ফুট। ওজন ৩০ কেজি।

বিজ্ঞাপন

বারৈয়াঢালা রেঞ্জের বড়তাকিয়া বিট কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, গ্রামের শিশু-কিশোরের দল অজগরটি দেখতে পেয়ে রশি দিয়ে বেঁধে রাখে। পরবর্তীতে আমাদের টিম ও বন্যপ্রাণী উদ্ধার করে একটি রেসকিউ টিমের সহযোগিতায় সাপটিকে উদ্ধার করা হয়। অজগর সাপটি মাথায় আঘাতপ্রাপ্ত ছিল। ভেটেরিনারি সার্জনকে দেখিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুরে নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।