হজ

শিশুদের নিষেধাজ্ঞা বহাল, প্রতিস্থাপন না হলে টাকা ফেরতের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২২ মার্চ ২০২৫
ফাইল ছবি

ধর্ম উপদেষ্টার আবেদনের পরও এবার হজ পালনে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য নিষেধাজ্ঞা বহাল রেখেছে সৌদি সরকার। তাই নিবন্ধিত শিশু হজযাত্রী বা তার অভিভাবকদের প্রতিস্থাপনের জন্য হজযাত্রী না পাওয়া গেলে তাদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

গত ২০ মার্চ ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সির মালিকদের কাছে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনায় হজে গমনে বিরত রাখার সিদ্ধান্ত দেয়। এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের হজে যেহেতু শিশু হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়ে গেছে, সেজন্য এ বছর শিশু হজযাত্রীদের হজে গমনের অনুমতি দিতে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে মন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহর কাছে ১৭ মার্চ একটি ডিও পত্র প্রেরণ করেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী ওই ডিও পত্র পেয়ে ধর্ম উপদেষ্টা বরাবর একটি টেক্সট মেসেজ পাঠিয়েছেন। তাতে তিনি শিশুদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে ২০২৫ সালের হজে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের হজে গমন বিরত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। নিবন্ধিত শিশু হজযাত্রীদের ১৫ বছর বয়স নির্ধারণের বিষয়টি হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ অবস্থায় নিবন্ধিত শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী পিতা-মাতা বা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার পিতা-মাতা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সি স্বত্বাধিকারীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।

আরএমএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।