বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করার সুপারিশ

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূত করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। এই তথ্য জানিয়েছেন কমিশনের প্রধান কামাল আহমেদ।
শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কামাল আহমেদ বলেন, বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার বার্তা বিভাগে পরিণত করা গেলে তা সরকারের সম্পদের শ্রেষ্ঠ ব্যবহার হবে।
তিনি বলেন, বেতার ও টিভির কোনো নিজস্ব সাংবাদিক নেই। যারা আছেন তারা পেশাদার না। অধিকাংশই নির্ভর করেন বিসিএস সরকারি কর্মকর্তাদের ওপর। যারা রিপোর্টার হিসেবে কাজ করেন তারাও খণ্ডকালীন হিসেবে কাজ করেন। তাই বাসসকে জাতীয় সম্প্রচার সংস্থার অংশ হিসেবে দিলে পেশাদার গণমাধ্যমকর্মীর কাজের সুযোগ সৃষ্টি হবে।
এমইউ/এএমএ/জেআইএম