পত্রিকার সার্কুলেশনের মতো টেলিভিশনের টিআরপিতেও জালিয়াতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ২২ মার্চ ২০২৫
গণমাধ্যম সংস্কার কমিশনের ব্রিফিং

পত্রিকার সার্কুলেশনের মতো টেলিভিশনের টিআরপিতেও জালিয়াতি হয়েছে বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি জানান, এই জালিয়াতি রোধে তারা সুপারিশ করেছেন।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। যমুনার বাইরে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশন প্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।

পরে ব্রিফিংয়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) টিআরপি তৈরি করে। টিআরপি মনিটরিং করার জন্য ডিভাইস তাদের বসানোর কথা। দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে ৮ হাজার ডিভাইস বসানোর কথা ছিল। কিন্তু গত ডিসেম্বর পর্যন্ত তারা মাত্র ২০০টি ডিভাইস বসিয়েছে। নামমাত্র ডিভাইসের মাধ্যমে তারা টিআরপি দেখিয়েছে। গত সপ্তাহ পর্যন্ত আরও ১০০টি ডিভাইস বসিয়েছে বলে জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টেলিভিশন শিল্পের সঙ্গে গুরুতর অন্যায় করা হচ্ছে। এই অন্যায় ও জালিয়াতি প্রতিরোধে তারা সুপারিশ করেছেন বলেও জানান কামাল আহমেদ।

গণমাধ্যম সংস্কার কমিশনের অন্য সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

এমইউ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।