দিনের তাপমাত্রা কমতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ২১ মার্চ ২০২৫
ফাইল ছবি

গত দুদিনের বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা কমেছে। এতে গরমও কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়াও আগামীকাল শনিবারও দিনের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য পর্যবেক্ষণ করে দেখা গেছে, দেশের প্রতিটি জেলায় গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস করে। এদিকে, গতকাল দেশের ছয় জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, শুক্রবার থেকে পরবর্তী তিনদিন সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা আবার বাড়তে থাকবে।

আরও পড়ুন

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএএস/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।