পঞ্চগড়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি ঢাকার কমলাপুরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২১ মার্চ ২০২৫

পঞ্চগড় সদর থানা এলাকায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাদ্দামকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মো. আনোয়ার হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০২২ সালে পঞ্চগড় জেলার সদর থানায় সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দামকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, জানা যায় আসামি সাদ্দাম ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ তিন বছর আত্মগোপনে ছিলেন। পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চলমান। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেআর/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।