বোয়ালখালীতে দুই লবণ মিলকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১৯ এএম, ২১ মার্চ ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালীতে আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রি এবং করিম সল্ট ক্রাসিং অ্যান্ড রিফাইনারি নামে দুই লবণ মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) বোয়ালখালী থানার মিলিটারি পুল এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

বিজ্ঞাপন

অভিযানে আহমেদ সল্ট রিফাইনারি ইন্ডাস্ট্রির পরিচালক দীপক তালুকদারকে ১ লাখ ও করিম সল্ট ক্রাসিং অ্যান্ড রিফাইনারির পরিচালক সাইগর হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম জেলার ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় মজুমদার জয় অংশ নেন।

সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মিলিটারি পুল এলাকার দুটি লবণ মিলে অভিযান চালানো হয়। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে নানান অনিয়মের মাধ্যমে ও অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেট করে একাধিক নামে লবণ বাজারজাত করার অভিযোগে দুই লবণ মিলকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমডিআইএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।