গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান মুক্তি কাউন্সিলের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২০ মার্চ ২০২৫

গাজায় গণহত্যার বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। বৃহস্পতিবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে গাজার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গাজায় বর্ণবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল বিমান হামলা করে ৪৮ ঘণ্টায় শিশুসহ ৯৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে বিশ্ববাসী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে নিহতের সংখ্যা ৪৯ হাজার ৫৪৭ জন থেকে ছাড়িয়ে বর্তমানে ৪৮ হাজার ৫৭৭ জনে এসে দাঁড়িয়েছে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

এসইউজে/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।