আইন সংশোধন: পরিত্যক্ত বাড়ি নিজ নামে নামজারি করা যাবে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ২০ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আগে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে। এখন থেকে তারা নিজ নামে নামজারি করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, পরিত্যক্ত অনেক বাড়িই সরকার বিক্রি করে দিচ্ছে। এ বাড়িগুলো যারা বরাদ্দ পাচ্ছেন তারা আগে নিজেদের নামে নামজারি করতে পারতেন না। এ সমস্যা দূরীকরণে আইনে সংশোধনী আনা হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।