উত্তরখান ও দক্ষিণখান এলাকায় র‌্যাবের ভেজালবিরোধী অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২০ মার্চ ২০২৫

রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।রমজান ও আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল থেকে এই অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, রমজান ও ঈদ উপলক্ষে বিভিন্ন খাবার উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ভেজালবিরোধী কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব-১।

বিজ্ঞাপন

অভিযানের বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে ১৮ মার্চ রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও অনুমোদনহীন নুডলস উৎপাদন হচ্ছে-এমন অভিযোগে তিনটি কারখানায় অভিযান চালায় র‌্যাব-২। অভিযোগ প্রমাণ হওয়ায় তিন কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।