প্রথম ৩০ মিনিটে বিক্রি সাড়ে ২১ হাজার টিকিট, হিট ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪১ পিএম, ২০ মার্চ ২০২৫
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিক্রির শেষ দিনে প্রথম ৩০ মিনিটে রেলেওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৩৭ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারাদেশে বিক্রি হয়েছে সাড়ে ২১ হাজার আসনের টিকিট।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ রেলওয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। আজ বিক্রি হচ্ছে আগামী ৩০ মার্চের টিকিট।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ৯ হাজার ৯৬০টি টিকিট বিক্রি হয়। আর সারাদেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১১ হাজার ৬১৪টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারাদেশে মোট টিকিট বিক্রি হয় ২১ হাজার ৫৭৪টি।

আরও জানা গেছে, ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনের মোট আসন ৩২ হাজার ১১৫টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএস/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।