ঈদের ছুটিতে মহাসড়কে সিএনজি-অটোরিকশা থ্রি হুইলার বন্ধের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৯ মার্চ ২০২৫

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়কে কমপক্ষে পাঁচদিন সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১৯ মার্চ) ফুলবাড়িয়া টার্মিনালের মালিক-শ্রমিক ও প্রশাসনের এক যৌথ সভায় এই দাবি জানান সংগঠনটির নেতারা।

সভায় আসন্ন ঈদে ঘরমুখো যাত্রী ও চালকদের যানজট, ভোগান্তি, হয়রানি, চাঁদাবাজ ও অনিরাপত্তা থেকে পরিত্রাণে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি ঢাকার বিভিন্ন টার্মিনাল, কাউন্টার ও রাস্তায় ঈদপূর্ববর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি ও কার্যক্রমের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

শিমুল বিশ্বাস বলেন, যে কোনো মূল্যে ঈদের আগে পরের পাঁচদিন ঢাকা থেকে দূরপাল্লার সড়ক মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, সিএনজি ও থ্রি হুইলারের মতো ছোট যানবাহন না চালানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনকে এ বিষয় কঠোর হতে হবে। সড়কে দুর্ঘটনার প্রধান কারণ এ ধরনের ছোট বাহন। এ বাস্তবতা মেনে পুলিশ প্রশাসন, মালিক ও শ্রমিকদের সম্মিলিতভাবে সোচ্চার থাকতে হবে। তবেই সম্ভব ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। তিনি বলেন, সবাই যেন মোটরযান আইন মেনে চলেন। এজন্য প্রতিটা টার্মিনাল ও রাস্তায় সাদা পোশাকে পুলিশ, র‍্যাব, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ ও সিটি করপোরেশন এর বিশেষ অভিযান চলবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক জোবায়ের মাসুদের সঞ্চালনায় ও ঢাকা সড়ক মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় তিনি যাত্রী ও চালকদের সুবিধার্থে পূর্বের ও সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি ট্রাফিক পুলিশের প্রশংসা করে পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রীদের নিরাপদ ঈদযাত্রায় গুরুত্ব দেন।

এমএমএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।