ঢাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেফতার ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৮ মার্চ ২০২৫

রাজধানীর পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। তিনি একটি পত্রিকায় কাজ করেন বলে জানা গেছে।

এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন এনামুল হক (৩৮) ও তার সহযোগী হামিদুর রহমান (৫০)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।