৯৯৯-এর দায়িত্ব নিলেন অতিরিক্ত ডিআইজি মহিউল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৮ মার্চ ২০২৫

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।

মঙ্গলবার (১৮ মার্চ) দায়িত্বভার গ্রহণ করেই ৯৯৯-এ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। তিনি ৯৯৯-এর সুনাম অক্ষুণ্ন রাখার জন্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, পেশাদারত্বের মাধ্যমে ৯৯৯-কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে। সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

কেআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।