ভোগান্তি এড়াতে আগেই ঢাকা ছাড়ছেন অনেকে, কমলাপুরে ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ১৮ মার্চ ২০২৫

ঈদে নাড়ির টানে বাড়ি ফেরেন মানুষ। ঢাকা থেকে রেলপথে বাড়ি ফিরতে টিকিট পাওয়ার জন্য অনেকটা যুদ্ধই করতে হয় যাত্রীদের। কয়েক হাজার টিকিটের অপেক্ষায় থাকেন লাখের বেশি যাত্রী। তবে টিকিট পাননা অনেকেই। যাত্রা আরামদায়ক ও সুবিধাজনক হওয়ায় অনেকেই রেলপথকে বেছে নেন। আগামী ২৪ মার্চ থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হবে। তবে এর আগেই বাড়ি ফিরছেন অনেকে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে কমলাপুর রেল স্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রা শুরু না হলেও অনেকে আগেভাগে বাড়ি ফিরছেন। অনেকেই হয়তো টিকিট সংগ্রহ করতে পারেন না, এজন্য তারা আগেই ঢাকা ছাড়েন। স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের আগেই গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। কেননা ঈদের সময় যাত্রীদের বাড়তি চাপ থাকায় প্রচুর ভোগন্তি পোহাতে হয়। সেজন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিল্ক সিটি এক্সপ্রেসের যাত্রী তমালিকা খাতুন বলেন, আমি আমার দুই বাচ্চা নিয়ে আগেই চলে যাচ্ছি। ঈদের আগ মুহূর্তে যেতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়। সেসময় যাত্রীদের ভিড় থাকে অনেক। আর টিকিটও পাওয়া যায় না। এজন্য আগে যাচ্ছি। আমার হাজব্যান্ড পরে যাবে।

ভোগান্তি এড়াতে আগেই ঢাকা ছাড়ছেন অনেকে, কমলাপুরে ভিড়

মধুমতি এক্সপ্রেসের যাত্রী আলামিন বলেন, পরিবার নিয়ে রাজশাহী যাচ্ছি। আমার ছেলেটা ছোট, ওর আম্মু একা নিয়ে যেতে পারবে না। এজন্য আমি সঙ্গে যাচ্ছি। ওদের রেখে পরশুদিনই ঢাকা ব্যাক করব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধিক যাত্রীর সমাগম শুরু হওয়ায় টিকিট চেকিংয়ে কড়াকড়ি অবস্থা দেখা গেছে স্টেশন এলাকায়। স্টেশনে প্রবেশ ও প্রস্থানের সময় যাত্রীদের টিকিট চেক করা হচ্ছে। বিনা টিকিটের যাত্রী পেলে সঙ্গে সঙ্গে জরিমানা করা হচ্ছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, স্টেশনে যাত্রীর সংখ্যা বাড়ছে। বিনা টিকিটের যাত্রীদের ভ্রমন এড়াতে চেকিং করা হচ্ছে। ঈদকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

এনএস/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।