মোহাম্মদপুরে বিশেষ অভিযান
পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের ওপর হামলা ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার (১৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান, রোববার (১৬ মার্চ) মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাইয়ুম পাপ্পু (৫৩), রাকিব (২৪), শরীফ (৩০), আল আমিন (৪৩), হান্নান (৪৩), হাবিব (৪৮), ফারুক আহমেদ (৪২)। তাদের মধ্যে মাদক মামলায় তিনজন, দ্রুত বিচার আইনে দুজন, প্রতারণা মামলায় একজন ও পুলিশের ওপর হামলার মামলায় একজন গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ/এমএস