পুরোপুরি অনলাইন রিটার্নে যেতেই হবে: এনবিআর চেয়ারম্যান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৬ মার্চ ২০২৫
রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় শীর্ষক কর্মশালা

অনলাইনে রিটার্ন জমায় ভালো সাফল্য পাওয়ায় আগামী বছর এটিকে বাধ্যতামূলক করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবদুর রহমান খান।

তিনি বলেন, আমাদের অনলাইনে রিটার্ন না দেওয়ার কোনো উপায় নেই। আমাদের পুরোপুরি অনলাইনে রিটার্ন দিতেই হবে। অনলাইন রিটার্ন জমায় সময় ও অর্থ বাঁচে। আর টেনশন একদমই না। কারণ ক্যালকুলেশন, কোনটা ট্যাক্স অ্যাবল, কোনটার কত করহার কিছুই জানার দরকার নেই। আপনি তথ্যগুলো দেবেন, সিস্টেম ক্যালকুলেশন করে দেবে।

বিজ্ঞাপন

রোববার (১৬ মার্চ) আগারগাঁওয়ে এনবিআর ভবনে রিটার্ন সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এনবিআরের শীর্ষ কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন। 

অনলাইন রিটার্ন আরও সহজ হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছরের ১ জুলাই থেকে অনলাইন রিটার্ন সহজলভ্য হবে। এই বছর যারা রিটার্ন দিয়েছেন তা স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এটা অনেক লম্বা সময় ধরে আমাদের আর্কাইভে থাকবে। আমরা অ্যাপ তৈরি করবো। আগামী বছর থেকে করপোরেট রিটার্ন অনলাইনে দিতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনলাইন রিটার্নে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, গত বছরের তুলনায় ৫ গুন বেড়েছে। ১৫ লাখের কাছাকাছি রিটার্ন আমরা পেয়ে গেছি। আগামী বছর এটাকে শতভাগ কম্পালসারি করতে চাই, উইথ ফিউ একসেপশন। যাদের একান্ত কোনো কারণ আছে তারা দিতে পারবে না।

অনলাইন রিটার্নের সুবিধা উল্লেখ করে তিনি বলেন, আপনি কেবল তথ্য দেবেন। ক্যালকুলেশনের সিস্টেম আছে। যদি কোনো ভুল-ত্রুটি হয় তার দায়িত্ব ডিপার্টমেন্টের। আপনার কোনো দায় নেই। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি করেন। এতে যখন ভুল-ত্রুটি হয় তখন পুরো দায় আপনার ওপর চলে আসে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেকেই অডিটের নামে ডাকাডাকি করে। অডিটের সিলেকশন আপনাদের বিবেচনায় সঠিক হয় না। একজন করদাতা প্রতি বছর ডাক পান। আরেকজন করদাতাকে কখনোই ডাকা হয় না। এরকম হওয়ার কথা না। যদি করদাতা অনলাইনে রিটার্ন দেন তাহলে প্রয়োজনীয় তথ্য আমাদের কাছে থাকবে। আমাদের পক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অটোমেটেড পদ্ধতিতেতে ফাইল সিলেকশন করা যাবে। তখন আপনাকে পছন্দ করে না বলে বারবার ডাকবে, এ ধরনের ঘটনা ঘটবে না।

আবদুর রহমান খান আরও বলেন, আগামীতে আমাদের সব কাজ ডিজিটাইজ হবে। সেই আঙ্গিকে আমরা প্রকল্প হাতে নিয়েছি। যতই সময় লাগুক আমরা এনবিআরকে, এনবিআরের প্রতিটি কাজকে ডিজিটাইজ করবো।

এসএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।