রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৬ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজধানী শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক নারীর মৃ্ত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

শাহজাহানপুর থানার এসআই মো. রিয়াজুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে রাজারবাগে একটি ওভার ব্রিজের নিচে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের কাছে জানতে পারি ওই নারী মানসিক ভারসাম্যহীন। সিসি ক্যামেরা দেখে ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানা যাবে।

এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।