সেতু রক্ষণাবেক্ষণে ১০৮ কোটি টাকা অনুদান দেবে দক্ষিণ কোরিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৩ মার্চ ২০২৫
ফাইল ছবি

আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সেতু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নতকরণে কাজ করবে দক্ষিণ কোরিয়া। এ জন্য ১০৮ কোটি টাকা অনুদান দেবে দেশটি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ সরকার ও দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির মধ্যে চুক্তি সই হয়েছে। ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেনেন্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েস ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পে’ ঋণ দেবে দেশটি।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোইকার কান্ট্রি ডিরেক্টর টায়ে ইয়ং কিম যৌথভাবে চুক্তিতে সই করেন।

এমওএস/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।