কোরাম সংকটের কারণে আরেকটি সংসদীয় কমিটির বৈঠক স্থগিত


প্রকাশিত: ০১:২১ পিএম, ২৪ মে ২০১৬

কোরাম সংকটের কারণে আরেকটি সংসদীয় কমিটির বৈঠক স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠক হওয়ার কথা থাকলেও এক তৃতীয়াংশ সদস্য উপস্থিত না হওয়ায় তা স্থগিত করা হয়।

এর আগে ১২ মে কোরাম সংকটের কারণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক স্থগিত করা হয়। সেই দিন কমিটির এক সদস্য জাগো নিউজকে বলেন, বৈঠকের কোন সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় তারা যান না।

জানা যায়, মঙ্গলবারের বৈঠকে কমিটির সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা আর কমিটির সদস্য গাজী ম ম আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

কিন্তু কমিটির অন্য সদস্য ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মীর শওকাত আলী বাদশা, মো. ইসহাক হোসেন তালুকদার, একাববর হোসেন, মকবুল হোসেন, শামসুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা তারা কেউ বৈঠকে আসেননি। ফলে সভাপতি তাদের জন্য ৫০ মিনিট মিটিং কক্ষে অপেক্ষা করেই বের হয় যান।

এইচএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।