প্রেস সচিব

রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১২ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে যারা অংশ নিয়েছিলেন তাদের কাছে জাতীয় সংস্কার কমিশনের সব রিপোর্ট পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রতিটি প্রতিবেদন চুলচেরা বিশ্লেষণ করছে। নিজেদের মধ্যে ডিবেট করছেন, ডায়ালগ করছেন। দেশের ভবিষ্যৎ কীভাবে নির্ধারিত হবে নির্ভর করছে তা রাষ্ট্র সংস্কারের ওপর।

তিনি বলেন, যখন সবাই তাদের মতামত ঐকমত্য কমিশনের কাছে পাঠাবে তখন আপনারা জানতে পারবেন, কয়টা দল তাদের মতামত কীভাবে পাঠিয়েছে। তাদের মতামত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্কার কমিশনের রিপোর্টের ফিডব্যাক পাওয়া গেছে কি না এ ব্যাপারে একজন গণমাধ্যম-কর্মীর প্রশ্নে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ মাসের মধ্যে ঐকমত্য কমিশন দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবে কি না এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে পারবো না। কারণ পার্টিগুলো যদি বেশি সময় নেয়, কারণ জিনিসগুলো খুব ভাইটাল। আপনি কি ধরনের পার্লামেন্ট চান, জুডিসিয়ারিতে অনেক কিছু আছে, পুলিশের রি-ফর্মের কথা বলা আছে, নির্বাচন কমিশনের টোটাল রিফর্মের কথা, এসব কিছুই রাজনৈতিক দলগুলোর জন্য খুবই ভাইটাল। তারা চুলচেরা বিশ্লেষণ করছেন এবং সে অনুযায়ী রেসপন্স পাঠাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।

এমইউ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।