ধূমপান ইস্যুতে তরুণীকে লাঞ্ছনা
উপদেষ্টা ফারুকী বলছেন রিংকু গ্রেফতার, ‘জানে না’ পুলিশ
রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তাকীম রিংকুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (৯ মার্চ) রাতে রিংকুকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার (১০ মার্চ) দুুপরে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন ফারুকী।
তবে রিংকুর গ্রেফতার নিয়ে মুখে কুলুপ এঁটেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার রাত থেকে আজ পর্যন্ত ডিএমপির একাধিক কর্মকর্তাকে ফোন করা হলেও কেউ বিষয়টি নিশ্চিত করেননি।
সোমবার ২টার দিকে জানতে চাইলে ডিএমপির একাধিক কর্মকর্তা ডিসি তেজগাঁওয়ের সঙ্গে কথা বলতে বলেন। ডিসি আবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলতে বলেন। ওসি আবার জানান, ‘সেনসিটিভ ইস্যু, কথা বলতে বারণ’।
- আরও পড়ুন
মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি
লালমাটিয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুতুল দাহ, অপসারণ দাবি
নারী-পুরুষ সবার জন্যই প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ
জানতে চাইলে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক জাগো নিউজকে বলেন, ‘আমি এই মুহূর্তে তেজগাঁওয়ে আছি। ডিসি মিডিয়া বলতে পারবে, তাকে বলা আছে, তাকে ফোন দেন।’
এ বিষয়ে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘রিংকুর ব্যাপারে গ্রেফতার কিংবা আটকের কোনো তথ্য নেই।’
শেষমেশ তরুণী লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত রিংকু গ্রেফতারের তথ্য সোস্যাল মিডিয়ায় নিশ্চিত করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘লালমাটিয়ার উত্ত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে।’ এরপর তিনি গায়িকা ফারজানা ওয়াহিদ শায়ানের একটি গানের কয়েকটি লাইন যুক্ত করে দেন।
তবে এরপর পুলিশের পক্ষ থেকে রিংকুকে গ্রেফতার উল্লেখ না করে হেফাজতে নেওয়ার কথা জানানো হয়।
টিটি/ইএ/জেআইএম