মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৯ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজধানীর ডেমরার ভুঁইয়া মসজিদ সংলগ্ন বিশ্বরোড এলাকায় বাসের ধাক্কায় মো. আরাফাত (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত নামের একজন আহত হয়েছেন। তারা দুই জনই নারায়ণগঞ্জ আদমজী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আরাফাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শান্ত চিকিৎসাধীন রয়েছে।

তাদের নিয়ে আসা বন্ধু তওহিদ জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে ডেমরা বিশ্বরোড এলাকায় ঘুরতে বের হন। ওই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে আমরা খবর পেয়ে তাদের দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করে। শান্তকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আরাফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বন্ধু শান্ত চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।