নূরজাহানের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে বিকেলে


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৩ মে ২০১৬

দেশের প্রথম নারী সাংবাদিক নূরজাহান বেগমের মরদেহ আজ (সোমবার) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত  সেখানে রাখা হবে।  

দুপুরে নূরজাহান বেগমের দ্বিতীয় মেয়ে রিনা ইয়াসমিনের বেয়াই অর্থাৎ নাতনির শ্বশুর অধ্যাপক নুরুল্লাহ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, এখন তার মরদেহ রয়েছে নারিন্দার নিজ বাসভবনে। এখানে স্থানীয় পীর সাহেব জামে মসজিদে বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হওয়ার কথা। এরপর স্বজন-শুভানুধ্যায়ীদের শেষবারের মতো দেখার জন্য নূরজাহানের মরদেহ কিছুক্ষণ রাখা হবে বাসভবনে।

এইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।