এক বিভাগে বৃষ্টির আভাস

সারা দেশে দিনের বেলা গরম বাড়ছে। চলতি মাসেই তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৪ ডিগ্রির ঘরে রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার (২ মার্চ) দেশের সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।
আজ সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আগামীকাল সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন:
- গরম আরও বাড়বে, রংপুর বিভাগে বৃষ্টি হতে পারে
- পরিবেশের সুরক্ষা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা
- সামান্য বৃদ্ধি পেতে পারে দিন ও রাতের তাপমাত্রা
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এসএনআর/এমএস