মুগদায় ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

রাজধানীর মুগদা বাসাবো মানিকনগরের পুকুরপাড় সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে কালো রঙের প্যান্ট ও লাল গেঞ্জি এবং কালো জ্যাকেট রয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মুগদা মানিকনগর পুকুরপাড় সংলগ্ন বাঁশপট্টি এলাকার ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।