সারাদেশে রাত-দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

আজ ফাল্গুন মাসের ১৩ তারিখ। সারাদেশ থেকে শীত প্রায় বিদায় নিয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ৩০ ডিগ্রির ঘরে রয়েছে। বিপরীতে ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের বাকি দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী মার্চ মাসের শুরু থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

বিজ্ঞাপন

পাশাপাশি এই কয়েকদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ একেএন নাজমুল হক জাগো নিউজকে বলেন, এখন যেহেতু দিন বড় হচ্ছে তাই গরম বাড়ছে। তবে এখনকার আবহাওয়া আরামদায়ক। গ্রামাঞ্চলে তাপমাত্রা কম, শীতও বেশি না। কারণ তাপমাত্রা সকালে কম হলেও সেটি স্ট্যাবল না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, দ্রুত শীতের মৌসুমি বায়ু বিদায় নেবে। মার্চের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তীব্র গরমের অনুভূতি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।

আরএএস/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।