মাদকসহ ১৫ মামলার আসামি সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে ১৫ মামলার এজাহারনামীয় আসামি সোহেল সরদারকে গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সায়েন্সল্যাব এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসি’র সিটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ।

বিজ্ঞাপন

ডিএমপির উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, সন্ধ্যায় নিউমার্কেট থানা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোরগ্যাং অপরাধসমূহ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানকালে সিটিটিসি’র সিটি রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজ এলাকায় ১৫ মামলার এজাহারনামীয় আসামি সোহেল সরদার অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের ওপর থেকে সোহেল সরদারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতার সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি, চুরি ও মাদকের ১৫টি মামলা রয়েছে।তাকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।