রাজধানীতে যুবককে গুলি করে মোবাইল ও টাকা ছিনতাই

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী থানার সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারীর গুলিতে মোহাম্মদ জাহিদ (২৫) নামে যুবক আহত হয়েছেন। এসময় তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীতে যুবককে গুলি করে মোবাইল ও টাকা ছিনতাই

আরও পড়ুন:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদকে হাসপাতালে নিয়ে আসা হৃদয় জানান, যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় ছিনতাইকারী তার পায়ে গুলি করে তার কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী সুতি খালপাড় এলাকা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ভর্তি করা হয়েছে। তার বাম পায়ে গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।