শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

সারা দেশের স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

এই দাবিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’-লাগাতার লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সহ-সভাপতি আব্দুস সালাম বলেন, আমাদের এই দাবি দীর্ঘদিনের। গত দুদিন থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। ২০২১ সালে যে নীতিমালা করছে, বাংলাদেশে আরও ৫০ বছরে এসব শর্ত মানা সম্ভব হবে না। আমরা কোনো আংশিক এমপিও চাই না, স্বীকৃতিপ্রাপ্ত সবগুলা এক সঙ্গে এমপিও দিতে হবে।

বগুড়া থেকে আসা এক শিক্ষক বলেন, ২০১৯ অনলাইনে আমার স্কুলের এমপিওভুক্তির আবেদন নেওয়া হয়। আমাদের স্কুল জিয়াউর রহমানের ইউনিয়নে, এই অভিযোগে এমপুওভুক্ত করা হয়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অন্য বক্তারা আরও বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন দেওয়াকে রাষ্ট্রের ১ নম্বর অগ্রাধিকার হতে হবে। দেশে আন্দোলনরত যতগুলো পেশাজীবী সংগঠন যত দাবি করছে তার মধ্যে নন-এমপিও (বেতন বিহীন) শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও দেওয়া সবচেয়ে যৌক্তিক ও মানবিক দাবি।

আরএএস/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।