পানি বাড়ছে পদ্মা-যমুনার
ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা ও মেঘনা নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং গঙ্গা, মেঘনা ও ঢাকা শহরসংলগ্ন নদ-নদীর পানি সমতল হ্রাস পেতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ২৪টি স্থানে পানি বৃদ্ধি ও ৫৩টি স্টেশনে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে। ২টি স্থানে তথ্য পাওয়া যায়নি। কোন স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না।
গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টেকনাফে ১৩৪ মিলিমিটার এবং কক্সবাজারে ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।