খাদ্য অধিদপ্তরে নতুন ডিজি হুমায়ূন কবির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবিরকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হুমায়ূন কবিরকে এ নিয়োগ দিয়ে তার চাকরি খাদ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. আব্দুল খালেককে গত ২০ জানুয়ারি সচিব পদে পদোন্নতির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

এছাড়া হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদারকে দুই বছরের চুক্তিতে প্রথম কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি ওই পদে নিয়োগ পেয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম কোর্ট অব সেটেলমেন্টের চেয়ারম্যান পদে শরীফ উদ্দিন হাই কোর্ট বিভাগের বিচারকের সমান বেতনভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

আরএমএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।