আইন শৃংখলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

রাজনৈতিক কর্মসূচির নামে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকতে আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, জনরগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। ফলে জনজীবন বিঘ্নকারী কোনো কর্মকাণ্ড কাউকে করতে দেয়া হবে না।

মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন কারা গণতান্ত্রিক অধিকার। তবে রাজনৈতিক কোনো কর্মসূচি পালনের নামে কোনো প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড মেনে নেয়া হবে না। আইন-শৃংখলা সম্পর্কে জনসচেনতা সৃষ্টি করতে হবে।

এ সময় তিনি আইন-শৃংখলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুল আলম জেলার আইন-শৃংখলা পরিস্থিতি তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক সরদার শরাফত আলী সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোহতেশাম হোসেন বাবর ও নারী কর্মী আসমা আখতার মুক্তা বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।