জিহাদ উদ্ধারে ফায়ার সার্ভিসের ব্যর্থতায় সংঘর্ষ-ভাঙচুর


প্রকাশিত: ১১:১২ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

শিশু জিহাদ উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও ওয়াসা ব্যর্থ হয়েছে দাবি করে রাজধানীর শাহজাহানপুরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন।

শনিবার বিকেল চারটায় বিক্ষুব্ধ জনতা রেলওয়ে কলোনির রেলওয়ের আবাসন বিল্ডিং, টিনের ঘরসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।

বিক্ষুব্ধ জনতার দাবি, ফায়ার সার্ভিস নামকাওয়াস্তে উদ্ধার অভিযান চালিয়েছে। তাদের ২৩ ঘণ্টার অভিযানে শিশু জিহাদকে উদ্ধার করতে পারেনি। কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান বন্ধ ঘোষণার পরেই বেসরকারি লোকজন শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়।

ফায়ার সার্ভিসের ডিজির বক্তব্য শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যেই শিশুটি উদ্ধার হয়। শিশুটি উদ্ধারে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসের এক বছরের বাজেট বন্ধ করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

তবে ডিএমপির এপিসি গাড়ি নিয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা সটকে পড়েন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।