দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১১ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দিনে বেড়েছে গরম। কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টিও। শনিবারও (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী ও খুলনায় বৃষ্টি হয়েছে। আজ (২৩ ফেব্রুয়ারি) দেশের সব বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, রোববার দেশের সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে বলেন, রংপুরে বৃষ্টি শুরু হয়েছে। আজ ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যার পর বৃষ্টি কমে যাবে। আগামীকাল সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার এবং জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরএএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।