ডিজির স্থগিত ঘোষণার ১২ মিনিট পর জিহাদ উদ্ধার
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মদ খান শিশু জিহাদকে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণার ১২ মিনিট পর উদ্ধার করলো আইকন নামে এক প্রতিষ্ঠানের তিনকর্মী।
এরা হলেন,আবু বকর সিদ্দিক, আব্দুল কাদের চৌধুরী ও আব্দুল মজিদ।
শনিবার বিকেল তিনটায় ওই তিন ব্যক্তি নিজস্ব বুদ্ধিতে একটি খাঁচা বানিয়ে পাইপের ভেতরে নামালে শিশু জিহাদের মৃতদেহ উঠে আসে।
প্রাথমিকভাবে জিহাদকে মৃত্য মনে করে এলাকাবাসী স্থানীয় মাঠে ওয়াজ মাহফিলের জন্য তৈরি করা মঞ্চে তাকে রাখে। পরে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
এদিকে জিহাদকে ঢাকা মেডিক্যালে পাঠানোর পর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের ব্যর্থতার কারণে রেলের কিছু প্রতিষ্ঠান ভাঙচুর করে।