সচিবালয়ের নিরাপত্তা নীতিমালা প্রকাশ, সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫

সচিবালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা ও কর্ম-পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে সরকার। এ নীতিমালার আলোকে সচিবালয়ে প্রবেশে স্থায়ী, অস্থায়ী পাস ও দিনের নির্ধারিত সময়ের জন্য দর্শনার্থী পাসের ব্যবস্থা রয়েছে।

এরমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সুপারিশ সাপেক্ষে সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের অস্থায়ী পাস ইস্যু করা হবে। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার জন্য বাইরে পার্কিংয়ের শর্তে গাড়ির একটি স্টিকার ও মোটরসাইকেলের একটি স্টিকার পাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ নীতিমালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গণমাধ্যমে এসেছে।

শিরোনাম ও সংজ্ঞার পাশাপাশি সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কমিটির কার্যক্রমের আওতাভুক্ত বিষয়াবলী এবং কমিটি গঠন, সচিবালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কমিটির কার্যপরিধি এবং প্রবেশ নিয়ন্ত্রণ, স্থায়ী/অস্থায়ী পাস, দর্শনার্থী প্রবেশ ও পাস, গাড়ির স্টিকার ব্যবহার সংক্রান্ত বিষয়ে নীতিমালায় বিশদ বিবরণে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সচিবালয়ের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে এ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

এসইউজে/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।