যন্ত্রপাতি স্বল্পতা-কারিগরি সমস্যায় ভোটার কার্যক্রম ব্যাহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যন্ত্রপাতি স্বল্পতা ও কারিগরি সমস্যার শঙ্কায় পড়েছেন কর্মকর্তারা। এই সমস্যা সমাধান না হলে নির্ধারিত সময়ে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন এনআইডি ডিজিসহ কর্মকর্তারা।

সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ বিষয়ে শঙ্কা প্রকাশ করে আলোচনা করা হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সভায় এনআইডি মহাপরিচালক, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসার, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

সভায় তারা জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যন্ত্রপাতির স্বল্পতা ও কারিগরি সমস্যার সমাধান করা না হলে নির্ধারিত সময়ে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করা অসম্ভব হয়ে যাবে।

কর্মকর্তারা আরও বলেন, যন্ত্রপাতির স্বল্পতার সমাধান করা হলে নির্ধারিত সময়ে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। কিন্তু প্রুফ রিডিং ও ডাটা আপলোডের জন্য সময় বৃদ্ধি প্রয়োজন হতে পারে।

কর্মকর্তাদের এমন শঙ্কার পর ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ জানান, ২০ ফেব্রুয়ারির মধ্যে ইউএনডিপির পক্ষ থেকে যন্ত্রাংশ পাওয়া যাবে এবং দ্রুততম সময়ে তা মাঠপর্যায়ে পাঠানো সম্ভব হবে। এছাড়া চলমান হালনাগাদ কার্যক্রমের রেজিস্ট্রেশন ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন করা জন্য সবাইকে মনোযোগী হওয়ারও নির্দেশনা দেন তিনি।

এমওএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।